পুকুরে মিলল ৯ কেজি ইলিশ

ইলিশ মাছ সাধারণত সাগরে পাওয়া গেলেও ইদানিংকালে দেশের বিভিন্ন পুকুরেও পাওয়া যাচ্ছে ইলিশ। সম্প্রতি নোয়াখালীর হাতিয়াতে নিঝুমদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রামের যুগান্তর কিল্লার উত্তরের পুকুরে মাছগুলো ধরা পড়ে। খবর পেয়ে স্থানীয়রা মাছটি দেখতে ভিড় করেন।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আফছার উদ্দিন বলেন, পুকুরের পানি কমলে ইলিশ মাছগুলো জালে ধরা পড়ে। প্রতিটি মাছের ওজন প্রায় ৩৫০-৫৫০ গ্রাম। তাৎক্ষণিক আমি মাছটির ঘ্রাণ রং দেখে এটি ইলিশ মাছ বলে নিশ্চিত হয়েছি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. দিনাজ উদ্দিন বলেন, জোয়ারের পানি পুকুরে প্রবেশ করলে তখন মেঘনার পানির সঙ্গে ইলিশ মাছও প্রবেশ করে। গত বছরও একই পুকুরে প্রায় ৪০-৪৫ কেজি ইলিশ ধরা পড়ে। এ বছর প্রথম ধাপে এ ইলিশগুলো ধরা পড়েছে।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো.সাজু চৌধুরী বলেন, আমি এ ইলিশ মাছের ছবি দেখেছি। এটি একেবারে অরজিনাল টাটকা ইলিশ। এলাকাটি নদী বেষ্টিত এলাকা। হয়তো জোয়ারের পানিতে ইলিশ মাছ ঢুকে পড়ে এই পুকুরে বড় হয়।