বস্তায় আদা চাষে ব্যাপক সফলতার পাশাপাশি স্বাবলম্বী হয়েছেন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের প্রত্যন্ত এলাকা বড় মাঝিপাড়া গ্রামের কৃষক রুস্তম আলী । চলতি বছর আন্ত: ফসল হিসেবে পেঁপের জমিতে এবার এক হাজার বস্তায় আদা চাষ করে বাজিমাত করেছেন তিনি।
জানা যায়, প্রচলিত পদ্ধতির থেকে বস্তায় আদা চাষে ফলন বেশি হয়। এছাড়াও এই পদ্ধতি অল্প জায়গায় অধিক আদা উৎপাদন করা যায়। সাধারণত বাঁশ বাগানের তলায় কোন ফসল চাষ হয় না। ফলে জায়গাটা পড়েই থাকে। সেই বাঁশ বাগানে বস্তায় আদা চাষ করা যায় খুব সহজেই।
কৃষক রুস্তম আলী জানায়, আন্ত: ফসল হিসেবে পেঁপের জমিতে এবার এক হাজার বস্তায় আদা চাষ করেছেন। এক হাজার বস্তা চাষ করতে খরচ হয়েছে ৪৪ হাজার টাকা। এক হাজার বস্তায় যদি এক কেজি করেও আদা পাওয়া যায় তাহলে উৎপাদন হয় এক হাজার কেজি আদা।
তিনি আরও জানান, এই পদ্ধতিতে তুলনামূলক খরচ খুব কম হয়। পাশাপাশি ফলনও ভাল পেয়েছি। বর্তমানে বাজারে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাঠে যা ফলন এসেছে তা প্রায় দুই লক্ষাধিক টাকা বিক্রি করতে পারবেন।
স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন জানান, বস্তায় আদা চাষের জন্য আলাদা করে জমির দরকার নেই। অনেকের বাড়িতে এ পদ্ধতিতে চাষাবাদ হয়। আবার অতিবৃষ্টি বা বন্যায় ফসল ডুবে নষ্ট হওয়ার ভয়ও নেই। আবার একটি ফসল তোলার পর সেখানে আলাদা করে কোনো সার ছাড়াই আরেকটি ফসল ফলানো যাবে। খরচও তুলনা মূলক কম। চ