প্রতি পিস ছাগলের চামড়া মাত্র ১০ টাকা হলেও কেউ কিনছেনা চামড়া। প্রতিবছরের ন্যায় এবছরও ক্রেতাদের কাছে ছাগলের চামড়া উপেক্ষিত। তবে গরুর চামড়া বিক্রি হচ্ছে গত বারের তুলনায় খানিকটা বেশি দামে।
ঢাকায় চামড়ার পাইকারি আড়ত পোস্তায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, চামড়া কিনছেন না কেউ। বাধ্য হয়ে চামড়া রাস্তার উপর ফেলে যাচ্ছেন অনেকেই। যদিও ট্যানারিতে প্রতি বর্গফুট ছাগলের চামড়ার দাম ঘোষণা হয়েছে প্রতি বর্গফুট ১৮ টাকা থেকে ২০ টাকা, যা আগের বছর ছিল ১২ থেকে ১৪ টাকা। কিন্তু ক্রেতা না থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।
পোস্তার ব্যবসায়ী কামাল উদদীন বলেছেন, পোষায় না বলে ছাগল ও খাসির চামড়া কেনেন না তারা। আগে ছাগলের চামড়া কেনা হতো, এখন গরুর চামড়া কেনা হয়।
জানা গেছে, চাহিদা কম থাকায় সবচেয়ে কম দামে খাসির চামড়া বিক্রি হচ্ছে। প্রতিটি চামড়া মাত্র ১০ টাকা দরে বিক্রি হচ্ছে।