ইয়ন গ্রুপের হাইটেক ডেইরি ফার্ম পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীলুফা আক্তার

দেশের অন্যতম প্রধান এগ্রোবেজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়ন বায়ো সায়েন্স লিঃ এর হাইটেক ডেইরি ফার্ম পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব নীলুফা আক্তার।

২৭ ডিসেম্বর ২০২৪, রংপুরের বদরগঞ্জে অবস্থিত ইয়ন গ্রুপের হাইটেক ডেইরি ফার্ম পরিদর্শন শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীলুফা আক্তার, ইয়ন বায়ো সায়েন্স লিঃ এর জেনারেল ম্যানেজার মোঃ মাহমুদ আলম এর সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত সভায় অংশগ্রহণ করেন।

ইয়ন গ্রুপের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত আছেন বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীলুফা আক্তার। এসময় তিনি প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ইয়ন গ্রুপের ভূমিকা ও অবদানের ভূয়সী প্রশংসা করেন। অনলাইন মার্কেটিংয়ে প্রচার-প্রসারের পরামর্শ প্রদানের পাশাপাশি তিনি ইয়ন গ্রুপের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সাঈদ, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রিন্সিপাল কো-অর্ডিনেটর আঞ্জুমান শিমুল, বদরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন চন্দ্র সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ন বায়ো সায়েন্স লিঃ এ্যাকউন্টস এন্ড এডমিন বিভাগের এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তৌহিদুল ইসলাম বাদল, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আবু মুসা, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ আব্দুল হাই, ডাঃ মো. রেজওয়ানুল বারী, ইঞ্জিনিয়ার মিনারুল ইসলাম, ইঞ্জিনিয়ার শফিউর রহমান, সাপ্লাই চেইন কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ, সেলস এন্ড মার্কেটিং কর্মকর্তা হাসিনুর ইসলাম প্রমুখ।