সোনালী মুরগির কেজি ৪১০ টাকা, অস্বস্তিতে ক্রেতারা

দাম বাড়তে বাড়তে ৪০০ টাকা ছাড়িয়েছে সোনালী মুরগির দাম। সোনালী মুরগির স্বাদ কিছুটা দেশী মুরগির হওয়ায় বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। যার দরুন ক্রেতারা ব্রয়লারের থেকে সোনালি মুরগি বেশি পছন্দ করে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সোনালী মুরগির সংকটের কারণে বাজারে বেড়েছে সোনালী মুরগির দাম। কেজিপ্রতি মুরগি বিক্রি হচ্ছে ৪০০-৪১০ টাকা দরে।

রাজধানীর নাখালপাড়া, কাওরান বাজার, মহাখালী, মিরপুরের ১১ নম্বর বাজার, সাভারের উলাইল, গেন্ডা, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩৯০ থেকে ৪১০ টাকায়। অথচ রোজার মধ্যেও কেনা গেছে ৩৩০ থেকে ৩৫০ টাকার মধ্যে। ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা দরে। এক সপ্তাহে সোনালির কেজি ২০ থেকে ৩০ এবং ব্রয়লারের কেজিতে ১০ টাকার মতো দর বেড়েছে। দেশি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬৫০ টাকা।

প্রচণ্ড তাপপ্রবাহের কারণে উৎপাদন ব্যহত হবার পাশাপাশি খামারে অনেক মুরগি মারা গেছে। যার কারণে বাজারে সরবরাহ কমে গেছে। এতে করে দাম বেড়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

এদিকে ক্রেতারা বলছেন, আগে সোনালী মুরগির দাম বেশি হলেও সাধ্যের মধ্যে ছিল। ঈদের আগে প্রতিকেজি সোণালী মুরগি ২৮০ থেকে ৩২০ টাকায় পাওয়া যেত। বর্তমানে দাম বাড়তে বাড়তে ৪১০ টাকায় গিয়ে ঠেকেছে। তাই সোনালী ছেড়ে ব্রয়লার কিনতে বাধ্য হচ্ছি।