সোনালি মুরগি ৪০০, ব্রয়লার ৩২০

ঈদুল ফিতরের আগে রাজধানীর বাজারে সোনালি মুরগির কেজি ৩২০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হয়েছে। এক মাসের ব্যবধানে কেজিতে ৬০ টাকা পর্যন্ত দাম বেড়ে এখন ৩৮০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে অপরিবর্তিত আছে ব্রয়লার মুরগির দাম। বাজারে আরো বেড়েছে পেঁয়াজ ও আদার দাম।

রাজধানীর নাখালপাড়া, কাওরান বাজার, মহাখালী, মিরপুরের ১১ নম্বর বাজার, সাভারের উলাইল, গেন্ডা, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

সোনালি মুরগি ৩৮০ থেকে ৪০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। যদিও গত সপ্তাহে সোনালি মুরগি বিক্রি হয় ৩৫০ থেকে ৩৬০ টাকায় এবং গত এক মাস আগে ৩২০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হয়। নতুন করে ব্রয়লার মুরগির দাম বাড়েনি, আগের দামেই কেজি ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।