মরিচের কেজি ৪০ টাকা, হতাশ চাষিরা

দিনাজপুরের হিলিতে অর্ধেকেরও বেশি কমেছে মরিচের দাম। এসব বাজারে প্রতিকেজি মরিচ বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। দাম কমে যাওয়ার ফলে হতাশ হয়ে পড়ছেন জেলার কৃষকরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গত দুইদিন আগেও যে মরিচ ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল তা আজ বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। ফলন ভালো হওয়ায় এবং বাজারে আমদানি ব্যাপক থাকার কারণে নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যটির দাম কমে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন ব্যবসায়ীরা।

মরিচের দাম এভাবে কমতে থাকলে লোকসান হবে বলে জানিয়েছেন একাধিক কৃষক। তারা বলছেন প্রতিকেজি মরিচ উৎপাদন করতে মোটামুটি ৩০ টাকার মত লাগে। এছাড়াও এটা ক্ষেত থেকে শ্রমিক দিয়ে তোলার পর হাটে নিয়ে গিয়ে ৩২-৩৫ টাকায় বিক্রি করলে কিছুই থাকেনা।

আরও পড়ুনঃ বালুচরে মিষ্টি কুমড়া চাষে লাভবান কৃষকরা

হৃদয় নামের এক ক্রেতা বলেন, কিছুদিন আগে দামের কারণে এক পোয়া করে মরিচ কিনতে হয়েছিল। বর্তমানে দাম কম ৪০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনলাম।

হিলি বাজারের মরিচ ব্যবসায়ী রুবল শেখ বলেন, বাজারে গত দুই দিন থেকে কাঁচা মরিচের দাম কমে গেছে। মানিকগঞ্জ থেকে আমরা পাইকারি কিনে খুচরা এবং পাইকারি ৪০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করছি। এবার কৃষকের জমিতে সব ধরনের সবজির চাষ ভালো। বাজারে প্রতিটি পণ্যের আমদানিও বেশি হচ্ছে। যার কারণে প্রতিটি সবজির দাম কমে গেছে।