বাজারে উঠতে শুরু করেছে হিম সাগর আম

রাজধানীসহ সারাদেশে ফলের বাজারগুলোতে পাওয়া যাচ্ছে সাতক্ষীরার হিম সাগর আম। চলতি মৌসুমে প্রথমবারের মত হিম সাগর আম বাজারে আসায় দামও তুলনামূলক বেশি। সাতক্ষীরার পাইকারি বাজারগুলোতে প্রতিমণ হিম সাগর আম বিক্রি হচ্ছে ২,৭০০ থেকে ৩,০০০ টাকায়।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রমতে, জেলায় এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫০ হাজার মেট্রিক টন। সদর উপজেলায় ১,২৩৫ হেক্টর, কলারোয়ায় ৬৫৮ হেক্টর, তালায় ৭১৫ হেক্টর, দেবহাটায় ৩৮০ হেক্টর, কালিগঞ্জে ৮২৫ হেক্টর, আশাশুনিতে ১৪৫ হেক্টর ও শ্যামনগরের ১৬০ হেক্টর জমিতে আমের চাষাবাদ হয়েছে। সব মিলিয়ে ৪,১১৮ হেক্টর জমিতে আবাদ হয়েছে।

জেলা প্রশাসনের সংগ্রহ ক্যালেন্ডার অনুযায়ী গতকাল বুধবার থেকেই সাতক্ষীরা সহ অন্যান্য অঞ্চলের চাষিরা আম পাড়া শুরু করেছেন।আমের শুরুর মৌসুমে বাজারে সর্বপ্রথম সাতক্ষীরায় উৎপাদিত বাগান গুলো থেকে হিম সাগর বাজারে ওঠা শুরু করে। পরবর্তীতে চাপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগা সহ অন্যান্য অঞ্চলের হিম সাগর আম বাজারে আসে। সাতক্ষিরার বাজারগুলোতে গোবিন্দভোগ ২,০০০ থেকে ২,৫০০ টাকা মণ আর গোপালভোগ ১,৫০০ থেকে ২,০০০ টাকা মণ বিক্রি হচ্ছে। তবে ধীরে ধীরে দাম কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।