Climate Resilient Food Security and Safety” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সোসাইটি ফর সেইফ ফুড (বিএসএসএফ) এর উদ্যোগে অনুষ্ঠিত হল ৭ম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন।
১০ মে ২০২৫, রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC) অডিটোরিয়ামে বিএসএসএফ এর সভাপতি প্রফেসর ড. মোঃ খালেদ হোসেনের সভাপতিত্বে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসএসএফ এর সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ সরোয়ার জাহান।
সম্মেলনের মূল পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান এবং বাংলাদেশ ফুড সেফটি অথরিটি এর মেম্বার প্রফেসর ড. মোঃ শোয়েব। এছাড়াও গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন বিপিআইসিসি’র প্রেসিডেন্ট শামসুল আরেফিন খালেদ।
উক্ত বৈজ্ঞানিক সম্মেলনে কী নোট উপস্থাপন করেন সিরডাপের মহাপরিচালক ড. পি. চন্দ্র শেখর। যা সম্মেলনে একটি নতুন মাত্রা যুক্ত করে।
সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ, বিপণন, বাজারজাতকরণ এবং জনস্বাস্থ্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বৈজ্ঞানিক সম্মেলনে উপস্থাপিত গবেষণালব্দ ফলাফল বাংলাদেশের জনগণের সুস্বাস্থ্য রক্ষায় যথেষ্ট ভূমিকা রাখবে বলে মনে করেন বিএসএসএফ।
সম্মেলনের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সার্ক এগ্রিকালচার সেন্টারের পরিচালক ড. মো. হারুনুর রশিদ।
উক্ত সম্মেলনে বাংলাদেশ সোসাইটি ফর সেইফ ফুড এর বিভিন্ন সদস্যবৃন্দের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক, উদ্যোক্তা ও দেশী বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, চলতি বছর খাদ্য নিরাপত্তা ও গবেষণায় অবদানের স্বীকৃতি স্বরূপ “সেফ ফুড অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান করা হয়। এবারের অ্যাওয়ার্ডটি পান দেশ সেরা ফল চাষি চাপাইনবাবগঞ্জের মোঃ রফিকুল ইসলাম।