পাকিস্তানের সর্বত্রই অস্বাভাবিক হারে বেড়েছে নিত্যপণ্যের দাম। দেশটির পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে এক ডজন ডিম বিক্রি হচ্ছে ৪০০ রুপি দরে। এছাড়াও প্রতিকেজি মুরগি বিক্রি হচ্ছে ৬১৫ রুপিতে।
রোববার (১৪ জানুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।
এছাড়াও সে দেশের সরকার পেঁয়াজের কেজি ১৭৫ রুপি নির্ধারণ করলেও বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৫০ রুপিতে। এতে করে অস্বস্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।
গতমাসে দেশটির ইকোনোমিক কো-অর্ডিনেশন কমিটি জাতীয় মনিটরিং কমিটিকে পণ্যের মূল্য নিয়ে প্রাদেশিক সরকারের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছিল।