নীলফামারীতে উপজেলা পরিষদের পতিত জমিতে হলুদের চাষ

বিধান চন্দ্র রায়, নীলফামারীঃ “এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে” মাননীয় প্রধানমন্ত্রীর এই অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদের অভ্যন্তরে পতিত জমিতে উন্নত জাতের হলুদের চাষ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষি অফিসের সামনে ২ বিঘা পতিত জমিতে হলুদ চাষের পাশাপাশি তৈরি করা হয়েছে মডেল পুষ্টি বাগান। ছায়াযুক্ত স্হানের মধ্যে এ দৃশ্য উপজেলার কৃষি অফিসে সেবা নিতে আসা মানুষের নজর কেড়েছে। এতে সেবা প্রত্যাশীরা তাদের বসত বাড়ির পতিত জমিতে সবজি চাষে আগ্রহী হচ্ছেন।

কৃষি অফিসে সেবা নিতে আসা উপজেলার কাঁঠালী ইউনিয়নের কৃষাণী লাইলি বেগম বলেন, পতিত ছায়াযুক্ত জমিতে হলুদের চাষ দেখে ভালো লেগেছে।তিনি তার বাড়ির ২ শতক পতিত জমিতে বিভিন্ন সবজি চাষ করবেন বলে ইচ্ছে প্রকাশ করেন।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন আহমেদ জানান, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন “এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে”। সে নির্দেশনাকে বাস্তবায়ন করার লক্ষ্যে উপজেলার অভ্যন্তরে পতিত জায়গায় আমরা মসলা জাতীয় ফসল,শাক-সবজি রোপনের মাধ্যমে চাষাবাদ শুরু করেছি। এখানে যেহেতু সর্বস্তরের মানুষ সেবা নিতে আসে, এই চাষগুলো দেখে অনেকেই অনুপ্রাণিত হয়ে নিজেদের পতিত বা খালি জায়গাগুলোতে বিভিন্ন ফসল চাষাবাদ করে দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতায় ভূমিকা রাখবেন।