রোগের কারণ: গামি স্টেম ব্লাইট রোগের প্রধান কারণ হলো Didymella bryoniae নামক ছত্রাক।
১. সংক্রমিত বীজ ২. আক্রান্ত গাছের অবশিষ্টাংশ ৩. আক্রান্ত মাটি ৪. বাতাস ও পানি ।
লক্ষণঃ
১. ব্যাপক আক্রমনে পাতা পচে যায়।
২. কাণ্ড ফেটে লালচে আঠা বের হয়।
৩. এ রোগ হলে পাতায় পানি ভেজা দাগ দেখা যায়।
৪. কান্ড ফেটে লালচে আঠা বের হয়।
সমন্বিত ব্যবস্থাপনা (Integrated Management)
১. ক্ষেত থেকে আক্রান্ত গাছ তুলে ফেলা
২. রোগমুক্ত বীজ বা চারা ব্যবহার করা
৩. বীজ শোধন করে শোধিত মাটির পলিব্যাগে বীজ বপন করে মশারির ভিতরে চারা উৎপাদন করতে হবে।
৪. মাদাতে জৈব ছত্রাক নাশক প্রয়োগ করতে হবে, মালচ পেপার দিয়ে বেড ঢেকে দিতে হবে
৫. উপযুক্ত নিষ্কাশন ব্যবস্থা রাখতে হবে।
৬.পরিমিত সেচ দিতে হবে এবং রোগের লক্ষণ দেখা দিলেই তাৎক্ষনিক ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে।
৭. ফসল চক্র বা ক্রপ রোটেশন পদ্ধতি অনুসরণ করা
৮. মাটি শোধন ও পরিচ্ছন্ন চাষাবাদ
৯.মাটিতে ট্রাইকস্ট, বায়োর্ডামা ব্যবহার করা যেতে পারে।
রাসায়নিক দমন ব্যবস্থাপনাঃ
জেনেজেব, ম্যানকোজেব গ্রুপের ২ গ্রাম / লি. হারে পানিতে মিশিয়ে ৭-১০ দিন পরপর ৩ বার স্প্রে করা। অথবা মনা (এজোক্সিস্ট্রবিন+ সিপ্রোকোনাজল গ্রুপের) – নিয়মমত ছত্রকনাশক ১০ দিন পরপর স্প্রে করতে হবে।
লেখক: সমীরণ বিশ্বাস, কৃষি ও পরিবেশ বিশেষজ্ঞ , ঢাকা।