সপ্তাহ ব্যবধানে আরেক দফা অস্থির হয়ে উঠেছে দেশের ডিমের বাজার। শুধুমাত্র রাজধানীতেই সপ্তাহ ব্যবধানে ডজন প্রতি দাম বেড়েছে ২০ টাকা পর্যন্ত। তবে ডিমের দাম বাড়ার যৌক্তিক কারণ জানেন না খুচরা ব্যবসায়ীরা। তাদের দাবি, পাইকারিতে দাম বাড়ায়, খুচরায়ও বেড়েছে।
রাজধানীর নাখালপাড়া, কাওরান বাজার, মহাখালী, মিরপুরের ১১ নম্বর বাজার, সাভারের উলাইল, গেন্ডা, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।
এসব বাজার ঘুরে দেখা গেছে, রাজধানীর বাজারে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৮০ টাকা। আর সাদা ডিম বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। এছাড়া প্রতি ডজন হাঁসের ডিম ২১০ টাকা ও দেশি মুরগির ডিম ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।