জাতীয় এসএমই পুরস্কার’২৩ বর্ষসেরা স্টার্ট আপ ক্যাটাগরিতে পুরস্কার পেলেন মদিনা আলী

জাতীয় এসএমই পুরস্কার’২৩ বর্ষসেরা স্টার্ট আপ ক্যাটাগরিতে পদক পেলেন ডা.চাষী ইন কর্পোরেশন এর সিইও মদিনা আলী। মদিনা আলী সহ ৭ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা জাতীয় এসএমই পুরস্কার’২৩ পেয়েছেন।

রোববার (১৯ মে) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মদিনা আলী সহ অন্যান্য বিজয়ীদের হাতে পুরস্কার, ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. মাহবুবুল আলম, এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিল্প বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই সকলকে করতে হবে। সামান্য একটু কেমিক্যালের পয়সা বাঁচাতে গিয়ে দেশের সর্বনাশ এবং নিজের সর্বনাশ করবেন না। আমরা চাই শিল্প গড়ে উঠুক। পাশাপাশি এদিকেও (পরিবেশ) দৃষ্টি দিতে হবে।

তিনি আরও বলেন, আমাদের শিল্পখাতকে পরিবেশবান্ধব করতে চাই। শিল্পখাত একান্তভাবে পরিবেশবান্ধব হওয়া উচিত। যারা যেখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবেন অবশ্যই লক্ষ্য রাখবেন, যেন শিল্পের বর্জ্য নদীতে না পড়ে। আমাদের পানি যেন কোনোরকম দূষিত না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. মাহবুবুল আলম, এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানসহ অনেকে।

উক্ত মেলায় বর্ষসেরা নারী ক্ষুদ্র উদ্যোক্তা স্বপ্না রাণী সেন, বর্ষসেরা পুরুষ ক্ষুদ্র উদ্যোক্তা মো. শাফাত কাদির, বর্ষসেরা পুরুষ ক্ষুদ্র উদ্যোক্তা মো. ওয়ালিউল্লাহ ভূঁইয়া, বর্ষসেরা ক্ষুদ্র নারী উদ্যোক্তা তাসলিমা মিজি, বর্ষসেরা পুরুষ মাঝারি উদ্যোক্তা আশরাফ হোসেন মাসুদ ও বর্ষসেরা মাঝারি নারী উদ্যোক্তা সীমা সাহা পুরস্কার পেয়েছেন।

উল্লেখ্য যে, কৃষিতে ‍AI প্রযুক্তি সম্বলিত একটি মোবাইল অ্যাপ হল ডা.চাষী। কৃষিতে AI প্রযুক্তি কাজে লাগিয়ে বাংলাদেশে একটি বেসরকারী প্রতিষ্ঠান ডা.চাষী ইন কর্পোরেশন এর একদল তরুন আইটি ইঞ্জিনিয়ার ও কৃষিবিদগন সিইও মদিনা আলীর নেতৃত্বে যুগন্তকারী “ডা.চাষী” মোবাইল এ্যাপ গগুল প্লে-ষ্টোরে রিলিজ করেছেন। এ এ্যাপ দিয়ে এখনই আপনি ছাদ-বাগান এবং মাঠ ফসলের রোগ ও পোকামাকড়ের সঠিক তথ্য ও সমাধান জানতে পারেন। এ এ্যাপ দিয়ে ফসলের আক্রান্ত স্থানের ছবি তুলুন, তা হলেই “ডা.চাষী” বলে দিবে আপনার ফসলের সমস্যা ও সমাধান। ফসলের রোগ ও পোকামাকরের উপস্থিতি জানা, কৃষি ওয়েদার ফোরকাস্টিং জানা এন্ড আগাম এর্লামিং দেয়া , ফসলের আগাম সম্ভাব্য ফলনের পূর্ভাবাস দেয়া , কৃষি কলসেন্টার সেবা দেওয়া, সর্বোপরি কৃষিপণ্যের বাজারদর জানা। স্মার্ট ফারমিং / কৃষিতে ডিজিটালাইজেশন, অর্থাৎ আগামীতে কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI প্রযুক্তি) সম্প্রসারন ঘটিয়ে ; কৃষিকে সাশ্রয়ী, টেকসই, বুদ্ধদীপ্ত প্রযুক্তি ভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ার এক যুগান্তকারী সফলতা এনেছেন মদিনা আলী তার, ডা. চাষী অ্যাপসের মাধ্যমে।