শখের বশে কুকুরের খামার গড়ে বাজিমাত করেছেন দিনাজপুর শহরের নয়নপুরের শৌখিন খামারি জাহিদ ইসলাম সোহাগ। কুকুর পালনের মাধ্যমেই পেয়েছেন ব্যাপক সফলতা হয়েছেন স্বাবলম্বী।
জানা যায়, প্রায় নয় বছর আগে পড়াশোনা শেষ করে চাকরির পেছনে না ঘুরে শুরু করেন ব্যতিক্রমী কুকুরের খামার। বর্তমানে তার খামারে ১৩ প্রজাতির ৭০টি কুকুর রয়েছে। বাণিজ্যিকভাবে কুকুর বিক্রিতে তার প্রতিবছর ৭ থেকে ১০ লাখ টাকা আয় হয়।
সোহাগ বলেন, স্বল্প পরিসরে শুরু করলেও এখন বাণিজ্যিকভাবে কুকুরের উৎপাদন করছি। আমার খামারে আমেরিকান লাসা, টয় কোয়ারিয়ান, জাপানি লাসা, চায়না লাসা, জার্মানি শেপার্ড, ব্লাক শেপার্ড, উলফ, এলসেশিয়ান, গোল্ডেন রিটাইভারসহ ১৩ প্রজাতির ৭০টি কুকুর রয়েছে।
তিনি আরও বলেন, প্রকার ভেদে প্রতিটি কুকুর ৩০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত দামে বিক্রি করি। সরকারী পৃষ্টপোষকতা পেলে এটি বৃহৎ খামার হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। চাকরির পিছনে না ছুটে কুকুর পালন করেও ভালো আয় করতে পারবেন যে কেউ। কারন এর চাহিদা আছে, দামও ভালো পাওয়া যায়। এ থেকে বছরে কমপক্ষে ৩-৪ লাখ আয় করা সম্ভব।