কাঁচা মরিচের কেজি ২০০ টাকা, হতাশ ক্রেতারা

সপ্তাহের ব্যবধানে দ্বিগুণেরও বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। প্রতিকেজিতে দাম বেড়েছে ৫০-৬০ টাকা পর্যন্ত। দেশের বিভিন্ন খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা দরে। এদিকে চাষিরা খুশি হলেও হতাশা প্রকাশ করেন সাধারণ ক্রেতারা।

রাজধানীর নাখালপাড়া, কাওরান বাজার, মহাখালী, মিরপুরের ১১ নম্বর বাজার, সাভারের উলাইল, গেন্ডা, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

শুধু কাঁচা মরিচেই নয়, দাম বেড়েছে শাক-সবজি, মসলা ও মাছসহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের। কাঁচা মরিচ খুচরায় বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকায়। আর পাইকারি পর্যায়ে প্রতি কেজি কাঁচা মরিচ ১৭০-১৮০ টাকা।

খুচরা বিক্রেতারা বিক্রেতারা জানান, সপ্তাহ ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ৫০-৬০ টাকা পর্যন্ত। তীব্র গরমের কারণে গাছ মরে যাচ্ছে। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন; তাই বাড়ছে দাম।

এদিকে টানা কয়েক সপ্তাহের প্রচন্ড রোদ আর অনাবৃষ্টির কারণে সারাদেশেই পুড়ছে মরিচের ক্ষেত। আবহাওয়ার বিরূপ আচরণে বিপাকে পড়েছেন প্রান্তিক চাষিরা। বিগত বছরগুলোর লোকসান কাটিয়ে চলতি বছর লাভের আশায় বুক বেধেছিল তারা। কিন্তু সেই আশায় গুড়ে বালি। এমন পরিস্থিতিতে খরচের টাকা উঠানোই অনেক কষ্টসাধ্য হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন চাষিরা।