ইয়ন ফিডের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের মাঝে ইয়ন সাইলেজ বিতরণ

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল বিশেষ করে কুমিল্লা ও ফেনিতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের মাঝে ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়ন ফিডের উদ্যোগে ইয়ন সাইলেজ বিতরণ করা হয়েছে।

আজ ২ সেপ্টেম্বর ২০২৪, কুমিল্লার লাকসাম এবং ফেনী সদর ও পরশুরামে বন্যা দুর্গত ২০০ জন ডেইরি খামারিদের মধ্যে ইয়ন ফিডের সহায়তায় ইয়ন সাইলেজ বিতরণ করা হয়।

সংকটকালীন এই সময়ে অতীব প্রয়োজনীয় গো-খাদ্য ইয়ন সাইলেজ পেয়ে ইয়ন গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন খামারিরা।

এসময় খামারিরা বলেন, আমরা মানুষরা দুর্যোগে শুকনো খাবার সহ বিভিন্ন ত্রান পাচ্ছি, কিন্তু গবাদি প্রাণীর জন্য পর্যাপ্ত খাদ্যের সংকট দেখা দেয়। কারণ এ সময় কোন কাঁচা ঘাস, খড় বা শুকনো খাবার কিছুই পাওয়া যায় না। সাইলেজ সে হিসাবে বিকল্প খাদ্য হিসেবে গবাদি প্রাণিকে খাওয়ানো যাবে।

ইয়ন ফিডের ডিভিশনাল সেলস ম্যানেজার কৃষিবিদ আব্দুল হালিম বলেন, ইয়ন গ্রুপ খামারিদের স্বার্থ রক্ষার পাশাপাশি তাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকছে। বর্তমান এই দুঃসময়ে খামারিদের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত, কারণ আমরা প্রতিনিয়ত মাছ, মুরগি, গবাদি প্রাণী সহ কৃষি নিয়ে কাজ করি। তাই এ সকল বোবা প্রাণীদের মুখে খাবার থাকলে খামারিদের পাশাপাশি আমাদেরও ভালো লাগে। আমরা ভবিষ্যতে এর ধারা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।

উক্ত সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন উক্ত অঞ্চলের ইয়ন ফিডের সম্মানিত পরিবেশকবৃন্দ, এরিয়া ম্যানেজার শাহিন আলম, ডিপো ইনচার্জ লুৎফুল আলম সহ অন্যান্য কর্মকর্তা ও খামারিরা।

উল্লেখ্য যে, প্রত্যেক খামারিকে রংপুরে অবস্থিত ইয়ন বায়ো-সাইন্স এর উৎপাদিত ১ ব্যাগ (৪৫ কেজি) ইয়ন সাইলেজ প্রদান করা হয়। এছাড়াও ইতোপূর্বে ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর সকল কর্মকর্তা-কর্মচারীরা তাদের একদিনের বেতন বন্যার্তদের সহায়তায় দান করেছেন।