দেশের অন্যতম প্রধান এগ্রোবেজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়ন ফিডের উদ্যোগে ৫০ এর অধিক স্থানীয় খামারি, পল্লী চিকিৎসক ও রিটেইলারদের অংশগ্রহণে ‘গবাদিপ্রাণির খামার ও খাদ্য ব্যবস্থাপনা’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২৬ জানুয়ারি ২০২৫, জামালপুর জেলার মেলান্দহের মাহমুদ বাজারে লাকি স্টোরের সহযোগিতায় ইয়ন ফিডের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে ডেইরি ও মোটাতাজা খামারিদের স্বল্প খরচে গুণগতমান সম্পন্ন পণ্য ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং নিরাপদ ও হালাল খাদ্য ব্যবহারের মাধ্যমে দুধ, ডিম, মাছ ও মাংস উৎপাদনে ইয়ন গ্রুপ কিভাবে কাজ করছে তা সম্বন্ধে ধারণা দেয়া হয়। এছাড়াও নিরাপদ দুধ, ডিম, মাছ ও মাংস উৎপাদনের জন্য ইয়নের উৎপাদিত শতভাগ হালাল নিরাপদ প্রাণী খাদ্যের প্রয়োজনীয়তা, ব্যবহার বিধি এবং অন্যান্য পণ্য সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।
উক্ত সেমিনারে খামারি, পল্লী চিকিৎসক ও রিটেইলারদের মাঝে বৈজ্ঞানিক পদ্ধতিতে খামার ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা এবং ইয়ন ফিডের গুণাগুণ সম্পর্কে বিশদ আলোচনা করেন এরিয়া ম্যানেজার শাহিনুল ইসলাম। এসময় ইয়নের গুণগতমান সম্পন্ন পণ্য (খাদ্য ও মেডিসিন) ব্যবহারে খামারিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন বলে খামারিরা সন্তুষ্টি প্রকাশ করেন।
উক্ত সেমিনারে আরও উপস্থিত ছিলেন ইয়ন ফিডের টেরিটরি সেলস ইনচার্জ জাকির মাহমুদ, লাকি স্টোর এর স্বত্বাধিকারী সহ মাঠ পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।
উল্লেখ্য যে, অনুষ্ঠান শেষে আগত খামারি, পল্লী চিকিৎসক ও রিটেইলারগণ আকর্ষণীয় মেন্যু সম্বলিত মধ্যাহ্নভোজনে অংশগ্রহণ করেন।