দেশের অন্যতম প্রধান এগ্রোবেজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল ‘Summer Fruits Festival’।
আজ ২২ জুন ২০২৪, রাজধানীর তেজগাঁওস্থ ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর প্রধান কার্যালয়ের ইয়ন কনভেনশন সেন্টারে ইয়ন গ্রুপের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট (এইচআরডি) এর আয়োজনে এই ‘Summer Fruits Festival’ অনুষ্ঠিত হয়।
উক্ত ‘Summer Fruits Festival’ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ন গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোমিন উদ দৌলা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ন গ্রুপের ভাইস চেয়ারম্যান মেজর এবিএ মেসবাহ উদ দৌলা (অবঃ)।
প্রধান অতিথির বক্তব্যে ইয়ন গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোমিন উদ দৌলা বলেন, যেকোন ধরনের ফলই মানব স্বাস্থ্যের জন্য উপকারী। বিশেষ করে দেশীয় ফল। অথচ সময়ের পরিক্রমায় আমরা অনেকেই দেশীয় ফলের স্বাদ ভুলতে বসেছি। তাই আমরা আমাদের দেশের অপ্রচলিত এবং অপ্রচলিত ফলের সাথে কর্মীদের পরিচিত করার পাশাপাশি কর্মীদের মাঝে এনগেজমেন্ট বৃদ্ধির উদ্দেশ্যেই মূলত এই ধরনের ফেস্টিভাল এর আয়োজন করা হয়েছে, যা ভবিষ্যতে আরও বড় কলেবরে এ ধরনের আয়োজন করা হবে। এসময় তিনি প্রতিষ্ঠানের সমস্ত ডিপো, ফার্ম ও ফ্যাক্টরীতে দেশীয় ফলের চারা রোপন করার আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন ইয়ন গ্রুপের ভাইস চেয়ারম্যান মেজর এবিএ মেসবাহ উদ দৌলা (অবঃ), চীফ পিপল অফিসার (সিপিও) সুলতান মাহমুদ। এসময় আরো উপস্থিত ছিলেন ইয়ন এগ্রো ইণ্ডাস্টিজ লিঃ এর চীফ অপারেটিং অফিসার (সিওও) কৃষিবিদ মোহাম্মদ জাবিদ হাসান, ইয়ন গ্রুপের চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মোঃ শামসুজ্জোহা সহ উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
উল্লেখ্য যে, সামার ফ্রুটস ফেস্টিভাল অনুষ্ঠানে দেশীয় অপ্রচলিত ফল ডেউয়া, কলা, কাঁঠাল, আনারস, লটকন, কাঠ লিচু, জামরুল, জাম, আম, পেঁপে পেয়ারা সহ বিভিন্ন ফল প্রদর্শন করা হয়। এসময় প্রতিষ্ঠানের প্রায় দেড় শতাধিক কর্মকর্তা ও কর্মচারী দেশীয় ফলের স্বাদ গ্রহণ করেন।