আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে আবারও শুরু হয়েছে ভারতীয় পেঁয়াজের আমদানি। দেশীয়ভাবে উৎপাদিত পেঁয়াজের যোগান পর্যাপ্ত থাকলেও অতিরিক্ত চাহিদা মেটাতে পেঁয়াজ আমদানি করছে ব্যবসায়ীরা। ইতোমধ্যে ৫০ টনেরও অধিক পেঁয়াজ আমদানি করা হয়েছে।
হিলি স্থলবন্দরের সততা বাণিজ্যালয় নামের এক আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে এ পেঁয়াজগুলো আমদানি করে। বন্দরে এসব পেঁয়াজ পাইকারিতে ট্রাকসেল ৬৮-৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
এদিকে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা দরে। বাজারে পেঁয়াজের দাম আরও বাড়ার আশঙ্কা করছে ব্যবসায়ীরা। তাই যোগান যাতে ঠিক থাকে সেজন্য আবারও পেঁয়াজ আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। আমদানিকারকরা জানিয়েছেন, দেশের বাজারে পেঁয়াজের দাম বর্তমান ধারা বজায় রাখলে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে।