নার্সারীতে সফল নরসিংদীর ছাত্তার

নার্সারীতে ব্যাপক সফলতা পাওয়ার পাশাপাশি সফল হয়েছেন নরসিংদী জেলার শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের আবদুছ ছাত্তার। বর্তমানে তিনি ২৭ বিঘা জমিতে বিভিন্ন ফলের চারা উৎপাদন করছেন। বছরে তিনি তার নার্সারী থেকে ১০ লাখ টাকার ফল ও ৩০ লাখ টাকার চারা উৎপাদন করেন।

জানা যায়, ২০১৩ সালে ২ হাজার ৩শ ৫০ টাকা পুজি নিয়ে ৫ কাঠা জমিতে নার্সারী শুরু করেন তিনি। সেই যে শুরু আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বিভিন্ন প্রজাতির লটকন, পার্সি মন , থাই লংগান, মাম্মি সফেদা, থাইবেল,অ্যাভোকাডু, ডুরিয়ান, করচল, বিভিন্ন প্রজাতির আপেল, আঙ্গুর, ম্যাংগো স্ট্রিন সহ বিভিন্ন ধরনের ফলের চারা উৎপাদন

ছাত্তার বলেন, শুরুর দিকে অনেক ধরনের সমস্যায় পড়েছিলাম, কিন্তু ধীরে ধীরে সব আয়ত্ব করে নিয়েছি। শতভাগ সঠিক জাতের চারা প্রাপ্তি নিশ্চিত করতে প্রতিটি বাগানের সাথেই নার্সারী রয়েছে। প্রতিদিন আমার ফল বাগানে ১৫ জন শ্রমিক কাজ করে থাকে। বছরে বাগান থেকে ১০ লাখ টাকার ফল ও ৩০ লাখ টাকার চারা উৎপাদন হয়ে থাকে।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বিন সাদেক জানান, আবদুছ ছাত্তার অত্র এলাকার একজন আদর্শ মডেল ও তরুণ কৃষি উদ্যোক্তা। তার ফল বাগানের সফলতা দেখে অনেক শিক্ষিত বেকার যুবকরা ফল বাগান করতে এগিয়ে এসেছে। তার এই সফলতার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আবদুছ ছাত্তারকে তরুণ উদ্যোক্তার কোন সম্মাননা প্রদান করা হয়নি বলে কৃষি বিভাগের এ কর্মকর্তা জানিয়েছেন।