যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত International Production & Processing Expo পরিদর্শন করলো ইয়ন গ্রুপ

প্রাণিসম্পদ, পোল্ট্রি এবং মৎস্য শিল্পের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী “International Production & Processing Expo (IPPE) ২০২৫” পরিদর্শন করলো ইয়ন গ্রুপ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আটলান্টায় উক্ত “International Production & Processing Expo অনুষ্ঠিত হয়। ইয়ন গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোমিন উদ দৌলা ও ইয়ন এনিমেল হেলথ প্রোডাক্টস লিঃ এর মার্কেটিং ম্যানেজার সালেহীন মিয়া উক্ত এক্সপো পরিদর্শন করেন।

এক্সপোতে বিশ্বের শীর্ষস্থানীয় শিল্প বিশেষজ্ঞ, গবেষক এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রাণিসম্পদ ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ভবিষ্যৎ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

IPPE ২০২৫-এ অংশগ্রহণের মাধ্যমে আধুনিক প্রযুক্তি, বৈশ্বিক বাজারের নতুন প্রবণতা এবং টেকসই উৎপাদন কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করার পাশাপাশি বাংলাদেশে প্রাণিসম্পদ ও কৃষি শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইয়ন গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোমিন উদ দৌলা।

ইয়ন গ্রুপ সর্বদা বিশ্বমানের প্রযুক্তি ও জ্ঞানের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের প্রাণিসম্পদ ও কৃষি খাতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।