শেরপুরের পাহাড়ে জনপ্রিয়তা পাচ্ছে আখ চাষ। এই উপজেলায় পানির পর্যাপ্ত সরবরাহ না থাকায় এবং অন্যান্য ফসলের থেকে আখ লাভজনক হওয়ায় চাষিরা আখ চাষের দিকে ঝুঁকছেন।
কৃষি বিভাগের তথ্য মতে, আখ উৎপাদনে খরচ কম। বিঘাপ্রতি ২৫-৩০ হাজার টাকা খরচ হয়। আর কৃষকরা ৯০ হাজার থেকে প্রায় ১ লাখ টাকার আখ বিক্রি করতে পারেন।
চাষি আবুল হোসেন বলেন, আখ চাষে আমার প্রায় ৬০ হাজার টাকা খরচ হয়েছে। আশা করছি প্রায় ২ লাখ টাকার আখ বিক্রি করতে পারবো।
জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ সুলতান আহম্মেদ বলেন, শেরপুরের সীমান্তবর্তী শ্রীবর্দী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী এই তি উপজেলার জমিতে ধানের আবাদ হয় না। তাই আমরা চাষিদের আখ চাষের পরামর্শ দিচ্ছি। তারা পরামর্শ অনুযায়ী কয়েক বছর যাবত জমিতে আখ চাষ করছেন। প্রতি বছরই আখের আবাদ বাড়ছে। আর আখ চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন।