রাজধানীসহ সারাদেশে কেজিপ্রতি ৪ থেকে ৮ টাকা পর্যন্ত বেড়েছে সবরকম চালের দাম। উৎপাদন থেকে শুরু করে দেশের কোথাও ধান-চালের সরবরাহে ঘাটতি নেই। বাজারে মানভেদে ৫০ কেজির বস্তায় চালের দাম বেড়েছে দুই থেকে চারশ টাকা পর্যন্ত।
রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা যায়, নূরজাহান স্বর্ণা সিদ্ধ ৫০ কেজি চালের বস্তার দাম ২৮শ টাকা। একমাস আগেও এসব চাল ২৪শ টাকা ছিল। একই সঙ্গে ইরি আতপ ৫০ কেজি চালের দাম ২৩শ টাকা। একমাস আগে ছিল দুই হাজার টাকা। বেতি-২৮ জাতের চালের দাম ২৯শ টাকা। এক মাস আগে চার থেকে সাড়ে চারশ টাকা কম ছিল। অপেক্ষাকৃত ভালোমানের চাল কাটারিভোগ। বর্তমানে এসব চাল বিক্রি হচ্ছে ৩৬শ টাকায়। একমাস আগে ছিল ৩৩শ টাকা।’
চাক্তাইয়ের পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে মোটা চাল হিসেবে পরিচিত ইরি কিংবা নূরজাহান স্বর্ণা সিদ্ধ চালের দাম মাসের ব্যবধানে ৩শ থেকে ৪শ টাকার মতো বেড়েছে। এতে মাসের ব্যবধানে মোটা চলের দাম বেড়েছে কেজিতে ৬ থেকে ৮ টাকা। এই চালের বড় অংশের ভোক্তা হচ্ছে দরিদ্র ও নিম্নমধ্যবিত্তরা