বাজারে পাওয়া যাচ্ছে রংপুরের মিঠাপুকুর উপজেলার সুস্বাদু আম হাঁড়িভাঙা। চলতি বছর খরতাপের কারণে এবার ফলন কমের পাশাপাশি আমের আকারও হয়েছে ছোট। তবে দাম তুলনামূলক বেশি বলে জানিয়েছেন একাধিক ক্রেতা।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মিঠাপুকুরে মোট ১ হাজার ৪৫০ হেক্টর জমিতে হাঁড়িভাঙা চাষ হয়েছে। এর মধ্যে ১ হাজার ১০০ হেক্টর জমিতে বাগান গড়ে তোলা হয়েছে বাণিজ্যিকভাবে। এসব বাগান থেকে ২৬ হাজার মেট্টিক টন আম পাওয়ার আশা করছেন চাষিরা।
খোড়াগাছ ইউনিয়নের আখিরাহাট এলাকার দয়ারদান হাঁড়িভাঙা আম্রকাননের কর্ণধার আবদুস সালাম সরকার বলেন, বৃষ্টি কম হওয়ায় গাছ সুস্থ-সবল ছিল না। এ জন্য আমের আকার ছোট হয়েছে। অন্যান্য বছর ২ থেকে ৩টি আমে এক কেজি হলেও, এবার লাগবে ৫-৬টি।
খোড়াগাছ ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, আমের মৌসুমে পদাগঞ্জ ও আশেপাশের এলাকা মুখরিত হয়ে উঠেছে। হাঁড়িভাঙা আম মিঠাপুকুরের মানুষের ভাগ্য বদলে দিয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আবেদীন জানান, খরতাপের প্রভাবে হাঁড়িভাঙা আমের ফলন নিয়ে আশঙ্কা ছিল। শেষ পর্যন্ত আকারে ছোট হলেও, ফলন ভালো হয়েছে।