রাজধানীর বেশিরভাগ এলাকাতেই গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকা দরে। কেজি প্রতি ১৫০-২০০ টাকা দাম কমে যাওয়ায় কমেছে গরুর দাম। যারফলে খামারিরা কম দামেই গরু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে করে হতাশ হয়ে পড়ছেন প্রান্তিক খামারিরা।
দেশের বিভিন্ন জেলায় খোজ নিয়ে জানা যায়, মানুষের ক্রয় ক্ষমতা কমার কারণে মাংসের বিক্রি কমে গেছে। ফলে পাইকাররা গরুর দাম কমিয়ে দিয়েছে। একদিকে গরুর দাম কম অন্যদিকে বেশি দামে গরুর খাদ্য সহ অনুষঙ্গিক জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন।
খামারিরা বলছেন, ‘প্রতি মন মাংস উৎপাদনে ২৪ থেকে ২৫ হাজার টাকা খরচ হলেও ব্যবসায়ীরা প্রতি মন মাংসের দাম ২২ হাজার টাকা পর্যন্ত দিচ্ছেন। ‘গোখাদ্যের দাম বাড়ছে। একমাসের ব্যবধানে প্রতি বস্তা ব্রানের দাম বেড়েছে ১০০ টাকা। প্রতিটি গরু পালনে খরচ হয় এক লাখ থেকে এক লাখ ২০ হাজার টাকা। তবে বর্তমানে বাজারে গরুর দাম ৮০ হাজার থেকে এক লাখ টাকা।
প্রাণিসম্পদ অধিদপ্তরের উচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা বলেন, চাহিদার বিপরীতে যোগান বেড়ে গেছে। ফলে স্বাভাবিক ভাবেই দাম কমেছে।