আসন্ন কোরাবানির ঈদকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশের পাইকারী ও খুচরা বাজারগুলোতে বেড়েছে পেঁয়াজের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি পেয়াজে দাম বেড়েছে ৭-৯ টাকা পর্যন্ত। বর্তমানে ছোট সাইজের দেশী পেঁয়াজ কেজিতে ৬৭-৬৮ আর বড় সাইজের ৭২-৭৩ টাকায় বিক্রি হচ্ছে।
দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, ঘূর্ণিঝড় রেমালের পাশাপাশি আসন্ন ঈদে পেঁয়াজের ব্যাপক চাহিদা থাকায় পেঁয়াজের দাম বেড়েছে। পাশাপাশি ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম দেশী পেঁয়াজের তুলনায় খুব একটা পার্থক্য নেই তাই আমদানি করা হলেও বাজারে দামের কোন প্রভাব পড়েনি। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৭-৬৮ টাকায়।
শুধু পেঁয়াজই নয় দুই সপ্তাহের ব্যবধানে আমদানিকৃত আদা-রসুনের দাম বেড়েছে কেজিতে ১৫-২০ টাকা। চীনা রসুন এর আগে ১৮০-১৮২ টাকায় বিক্রি হয়েছে, কয়েকদিন আগেও যার দাম ছিল ১৮৮-১৯০ টাকা।