প্রচলিত অন্যান্য জাতের ছাগলের মত নয়। পরিণত বয়সেই সর্বসাকুল্যে এই জাতের ছাগলের উচ্চতা হয় ১ ফুটের মত। সম্প্রতি ১ ফুট উচ্চতার বেন্থাম জাতের একটি ছাগলের দেখা মিলছে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সোনাপাতিলা গ্রামে। বিরল প্রজাতের এই ছাগলটি খামারির বাড়িতে ভীর জমাচ্ছে এলাকার উৎসুক মানুষরা।
বেন্থাম জাতের এই ছাগলগুলো পৃথিবীর সবচেয়ে ছোট আকারের ছাগল। মূলত এই জাতের ছাগল শৌখিন মানুষেরা পালন করে থাকে। এটি অন্যান্য জাতের ছাগলের মতই পালন করা হয়। এছাড়াও এই জাতের ছাগলের মাংস অনেক সুস্বাদু হয়।
খামার মালিক জানায়, ২ বছর ৫ মাস বয়সী দুইটি বেন্থাম জাতের ছাগল বিগত ৩ মাস আগে ভারত থেকে এনেছেন। এটি মূলত ঘাস, বিভিন্ন লতা পাতা এবং প্রচলিত ছাগলের মতই খাবার গ্রহণ করে। এই জাতের ছাগলের উচ্চতা কম বলে ছাগল ছানার মত দেখায়। এটি পালনে তেমন একটা খরচ হয় না।
এ প্রসঙ্গে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. হেমন্ত কুমার রায় বলেন, এটি একটি ছোট আকৃতির ছাগলের জাত। দেশী অন্যান্য ছাগলের তুলনায় এর দাম একটু বেশি। শারিরীকভাবে গঠন একটু ছোট হওয়ায় শৌখিন খামারিদের কাছে বেশ চাহিদা রয়েছে। যারফলে এই জাতের ছাগলের দামও বেশি হয়। বেন্থাম জাতের ছাগল দুটি কিছুদিন আগে প্রাণিসম্পদ অধিদপ্তরের মেলায় প্রদর্শন করা হয়েছিল।