চলতি বছর আবহাওয়া অনুকুলে থাকায় খুলনার পাইকগাছায় সজিনার বাম্পার ফলন হয়েছে। পাশাপাশি স্থানীয় বাজারে সজিনার কাঙ্ক্ষিত দাম পাওয়ায় খুশি চাষিরা।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় প্রায ৩৫ হেক্টর জমিতে ৩৫ থেকে ৩৭ হাজার সজিনা গাছ আছে। প্রতি হেক্টরে ফলন ৪ থেকে সাড়ে ৪ টন।
চাষিরা জানান, মৌসুমের শুরুতে বাজারে সজিনার কেজি ১৬০-১৮০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে ১২০-১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীরা ক্ষেত থেকে একশত থেকে একশত দশ টাকা দরে পাইকারী ক্রয় করছে। মূল্য বেশি পাওয়ায় কৃষকরা সজিনার ডাল রোপন করতে উৎসাহিত হচ্ছে।
সজিনা চাষি জমির শেখ বলেন, বসতবাড়ীর আশে পাশে রাস্তার ধারে ক্ষেতের আইলে লাগানো সজনে গাছ যত্ন ছাড়াই অবহেলার মধ্য দিয়ে বেড়ে ওঠে। তাই তেমন একটা খরচ হয়না। এছাড়াও বাজারে সজিনার ব্যাপক চাহিদা ও দাম রয়েছে।
তিনি আরও বলেন, এ যাবত প্রায় ৪৫ হাজার টাকার সজিনা বিক্রি করেছি। এখনো প্রায় ১০ হাজার সজিনা বিক্রি করতে পারব।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসিম কুমার দাশ জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর সজিনার ভালো ফলন হয়েছে। এছাড়া চাষিরা ভাল দামও পাচ্ছেন।