নিষেধাজ্ঞা তুলে আবারও বাংলাদেশ সহ ৬ দেশে প্রায় ১ লাখ টন পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ভারতীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগের এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন সূত্রে জানা যায়, শতভাগ আগাম মূল্য পরিশোধ এবং আলোচনার মাধ্যমে দাম নির্ধারণ পূর্বক বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, ভুটান, মরিশাস, বাহরাইন, এবং শ্রীলংকায় ৯৯ হাজার ১৫০ টন পেঁয়াজ রপ্তানি করা হবে। এসব দেশে পেঁয়াজ রপ্তানির দায়িত্ব পেয়েছেন ভারতীয় এজেন্সি ন্যাশনাল কো-অপারেশন এক্সপোর্টস লিমিটেডকে (এনসিইএল)।
এর আগে ভারতীয় সরকার তাদের দেশে পেঁয়াজের দাম সাধারণ ভোক্তাদের হাতের নাগালে রাখতে পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখেন। কেননা সে দেশে পেঁয়াজের উৎপাদন কম হওয়ায় দাম বেড়ে যায়। ফলে রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। এতে করে আন্তর্জাতিক বাজারেও বেড়ে যায় দাম।
এদিকে বাংলাদেশে চড়া দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। চলতি বছর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ক্রয়ার আগে দেশে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছি ৫০-৬০ টাকা দরে। কিন্তু ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে পেঁয়াজের কেজি ১০০ টাকার উপরে চলে যায়। এতে করে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ ক্রেতারা।