দিনাজপুরের হিলিতে দুদিনের ব্যবধানে আরও কমেছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম কমেছে প্রায় ১০ টাকা। এ সপ্তাহে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা দরে।
সরজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, দুদিন আগে প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে ৫৫ আর খুচরায় ৬০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে পাইকারিতে ৪০-৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। যা খুচরায় ৫০ টাকা দরে বিক্রি করছেন খুচরা বিক্রেতারা।
ভারতীয় পেঁয়াজের আমদানি বেড়েছে বলে দেশীয় পেঁয়াজের দাম কমেছে বলে জানিয়েছেন একাধিক ব্যবসায়ী। তার বলছেন, দুই-তিনদিন আগে মোকামে প্রতি মণ পেঁয়াজ ৪ হাজার টাকার বেশি দামে বিক্রি হলেও বর্তমানে তা কমে ১ হাজার ৭০০ থেকে ৮০০ টাকায় নেমেছে। দুদিনের ব্যবধানে মণপ্রতি ২ হাজার টাকার বেশি দাম কমেছে।
হিলির বাজারে দাম কমলেও অনির্দিষ্ট কালের জন্য ভারতীয় পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা জারি করায় আবারও পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। যদিও ভারতীয় সরকার বিশেষ বিবেচনায় মেয়াদ শেষ হওয়ার আগেই দেশটি বাংলাদেশসহ আরো পাঁচটি দেশে সীমিত আকারে পেঁয়াজ রফতানির সিদ্ধান্ত নিয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি এ খবর ছড়িয়ে পড়ার পরই দেশের বাজারে কমতে শুরু করে পেঁয়াজের দাম।