পরিত্যক্ত জমিতে লাউ চাষে কৃষকের বাজিমাত

সড়কের পাশে পরিত্যক্ত জমিতে বাঁশের মাচাই লাউ চাষ করে বাজিমাত করেছেন দিনাজপুর জেলার বিরল উপজেলার ঘাগড়াগাছি গ্রামের কৃষক হরিশ চন্দ্র। হরিশের এমন সাফল্যে এলাকার এখন অনেকেই পরিত্যক্ত জমিতে বিভিন্ন ধরনের শাক সবজি চাষে উদ্দ্বুদ্ধ হচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের পাশে বাশের মাচা দিয়ে লাউয়ের চাষ করা হয়েছে। কৃষি অফিসের কর্মকর্তার পরামর্শ নিয়ে দেড় মাস আগে লাউ চাষ শুরু করেন তিনি । বর্তমানে লাউয়ের মাচায় থরে থরে ধরে লাউ। ইতোমধ্যে তিনি কয়েক হাজার টাকার লাউ বিক্রি করেছেন বলে তিনি জানান।

হরিশ চন্দ্র জানান, রাস্তার আধা কিলোমিটার পরিত্যক্ত জমিতে গাছে উন্নতজাতের লাউ লাগিয়েছি। বাম্পার ফলন এসেছে। লাউ চাষে ভালোই লাভ হবে আশা করছি। এখনো ১০ হাজার টাকার লাউ গাছে ঝুলছে। এর সঙ্গে এবার চিচিঙা চাষের প্রস্তুতি নিচ্ছি। এছাড়াও রাতে বেশ কিছু লাউ চুরিও হয়ে যায় বলে তিনি জানান।

তিনি আরও বলেন, রাস্তার আধা কিলোমিটার পরিত্যক্ত জমিতে গাছে উন্নতজাতের লাউ দেখে অনেকে প্রশংসা করেছেন। অনেকেই টাটকা লাউ কিনে নিয়ে যাচ্ছেন। সামনের বছর আরও ব্যাপকভাবে পরিত্যক্ত জমিতে লাউ চাষ করব।

বিরল উপজেলা অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইফুল আলম জানান, রাস্তার পাশে অনাবাদি জমিতে বাঁশের মাচায় লাউ চাষ করে বাড়তি আয় করছেন কৃষক হরিশ চন্দ্র। তার লাউ চাষে বিভিন্ন রকমের পরামর্শ ও সহযোগিতা করা হয়েছে।