রমজান শুরু হতে না হতেই রংপুরের বাজারগুলোতে বেড়েছে ফার্ম, পাকিস্থানি, সোনালীসহ সব রকম মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ২০-১০০ টাকা। এছাড়াও বেড়েছে মুগডাল, শসা, লেবু, রসুন, কাঁচামরিচ ও বেগুনের। তবে কমেছে শিম, ঢ্যাড়স, পটল ও লাউ, চাল, তেল, ডাল সহ নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের দাম।
মুরগি বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে ব্রয়লার মুরগি গত সপ্তাহের তুলনায় ১৯০-২০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২১০-২২০ টাকা, পাকিস্তানি মুরগি ৩২০-৩৩০ টাকা, পাকিস্তানি হাইব্রিড ২৯০-৩০০ টাকা, পাকিস্তানি লেয়ার ২৮০-৩০০ টাকা এবং দেশি মুরগি ৫২০-৫৩০ টাকা থেকে বেড়ে ৫৮০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে গরুর মাংস ৬৮০ থেকে ৭২০ টাকা এবং খাসির মাংস ৮০০-১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।