চাকরি ছেড়ে কৃষ কাজে ব্যাপক সফলতা পেয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা এলাকার প্রকৌশলী কামাল পারভেজ। বর্তমানে তিনি এলাকায় একজন অনুকরণীয় ব্যক্তি হিসাবে পরিচিত পেয়েছেন। তার দেখাদেখি এলাকার অনেক শিক্ষিত বেকার ছেলে কৃষি কাজের মাধ্যমে সফল হবার স্বপ্ন দেখছেন।
জানা যায়, ২০১৬ সালে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে একটি প্রতিষ্ঠানে চাকরি নেন। চাকরি ছেড়ে তিনি কৃষি কাজে মনোনিবেশ করেন। বর্তমানে তিনি লাউ, মিষ্টি কুমড়া, কাঁচামরিচ, ফুলকপি, বেগুন, ঢেঁড়স, শিম, বিটরুট চাষ করছেন। এছাড়াও তিনি পুকুরে মাছ চাষ করেন।
কামাল পারভেজ বলেন, আগে চাকরি করতাম তেমন একটা বেতন পেতাম না। পরবর্তীতে কৃষি কাজের মাধ্যমে কিছু একটা করার ইচ্ছে হয়। পরবর্তীতে কৃষিকাজ শুরু করি। বর্তমানে একদিন পরপর সাত থেকে আট হাজার টাকার বিভিন্ন ধরনের সবজি বিক্রি করছি। কৃষিকাজের পাশাপাশি পুকুরে মাছ চাষ করছি।
সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, পারভেজ একজন সফল উদ্যোক্তা। তার মত কৃষি উদ্যোক্তা খুব কমই দেখা যায়। চলতি বছর তার জমিতে বিটরুট চাষে ভালো ফলন হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।