ভারত থেকে জিরা আমদানি বেড়ে যাওয়ায় পাইকারী থেকে খুচরা বাজারে কেজি প্রতি ৪০০ টাকা কমেছে দাম। ১১২০ টাকা কেজি দরে বিক্রি হওয়া জিরা বর্তমানে ৭২০ টাকায় বিক্রি হচ্ছে।
দিনাজপুরের হিলি বাজারে ঘুরে এমন চিত্র দেখা গেছে। গতবছর ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি হিসেবে প্রতি কেজি জিরা বিক্রি হয়েছে। ভারতে জিরার ফলন কম এবং আমদানি কমের অজুহাতে দাম বাড়তে থাকে। সর্বশেষ বিক্রি হচ্ছিল ১১২০ টাকা কেজি দরে।
এদিকে ভারতীয় আমদানিকৃত কাকা জিরা ৭২০ টাকা, বাবা জিরা ৭২০ টাকা, মধু জিরা ৭২০ টাকা, অমরিত জিরা ৭২০ টাকা, সোনা জিরা ৭৩০ টাকা ও ডিবিগোল্ড জিরা ৭৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।