কৃষকদের উৎসাহিত করতে গ্রামে গ্রামে উঠান বৈঠক করবো: কৃষিমন্ত্রী আব্দুস শহিদ

আব্দুল মজিদ, মৌলভীবাজার: আজ শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল চার টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাজডিহি চা-বাগানে শ্রীমঙ্গল অফিসার্স ক্লাবের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহিদ বলেন আবাদি অনাবাদী পতিত জমি চাষের আওতায় আনতে হবে,কোন জমি পতিত রাখা যাবেনা,কৃষকদের উৎসাহিত করতে গ্রামে গ্রামে উঠান বৈঠক করবো, কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীরা যেন অলস দিন পার না করতে পারে, প্রয়োজনে টিম গঠন করে কাজ করতে হবে, কৃষকের ঘরে অধিক ফসল উঠলে খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে থাকবে।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক,শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন খাঁন,যুব উন্নয়ন অফিসার অসীম কুমার কর, ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব।

এসময় উপস্থিত ছিলেন কালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তবারক মিয়া,সাধারণ সম্পাদক খোরশেদ আলম,ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ ইউনিয়ন আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।