২ লাখ ৬০ হাজার টন সার কিনবে সরকার

প্রতি মেট্রিক টন ৫৮৯ মার্কিন ডলার হিসেবে ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সৌদি আরব, রাশিয়া, কাতার, মরক্কো ও স্থানীয় একটি প্রতিষ্ঠান থেকে এসব সার আমদানি করা হবে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

সূত্রমতে, এক হাজার ১৪১ কোটি ৯০ লাখ ৫০ হাজার ৫০০ টাকা ব্যয়ে সৌদি আরব, রাশিয়া, কাতার, মরক্কো ও স্থানীয় একটি প্রতিষ্ঠান থেকে ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন সার কেনা হবে। এর মধ্যে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন ইউনিয়া, ৮০ হাজার মেট্রিক টন ডিএপি, ৩০ হাজার মেট্রিক টন টিএসপি এবং ৩০ হাজার মেট্রিক টন এমওপি রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ আরও জানায়, রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়ার থেকে জেএসসি ফরিং ইকোমিক কর্পোরেশন ‘প্রোডিন্টরগ’ থেকে ৪র্থ লটে ৩০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। প্রতি মেট্রিক টন ৩০২.১০ মার্কিন ডলার হিসেবে সর্বমোট খরচ পড়বে ৯০ লাখ ৬৩ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৯৯ কোটি ৬৯ লাখ ৩০ হাজার টাকা খরচ হবে।