সাধারণত ছাগল চারা পা বিশিষ্ট হলেও মাঝে মাঝে প্রকৃতির চিরাচরিত নিয়মের বাহিরে বিস্ময়কর কিছু ঘটনা ঘটে। এমনি একটি চাঞ্চল্যকর বিষয় হল ৮ পা বিশিষ্ট ছাগল ছানার জন্ম। শুনতে একটু অবাক লাগলেও ঘটনাটি সত্য। আর এই ঘটনাটি ঘটেছে লালমনিরহাট জেলার কালীগঞ্জের দক্ষিণ ভোটমারী গ্রামের ফজলুর রহমানের বাড়িতে। তার পালিত একটি মা ছাগল ৮ পা ওয়ালা একটি ছাগল ছানার জন্ম দিয়েছে। এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, সম্প্রতি ফজলুর রহমানের বাড়িতে একটি ছাগল ৮ পা বিশিষ্ট একটি বাচ্চার জন্ম দেয়। অস্বাভাবিকভাবে জন্ম নেয়া ছাগল ছানাটিকে দেখতে উৎসুক জনতার ভীর জমাচ্ছেন। বর্তমানে বাচ্চা ও মা ছাগলটি সুস্থ রয়েছে।
ফজলুর রহমান জানান, স্বাভাবিক ভাবেই ছাগলটি ৮ পা বিশিষ্ট বাচ্চাটির জন্ম দিয়েছে। সাধারণত ছাগলের বাচ্চার ৪টি পা হলেও এটির ৮ টি পা দেখতে পাই। প্রথমে ভাবছিলাম বাচ্চাটি বাচবেনা। কিন্তু আজ ৬ দিন হচ্ছে বাচ্চা ও মা একদম সুস্থ রয়েছে।
ছাগল ছানাটি দেখতে আসা শফিক বলেন, আগে কখনও এমন দেখিনি। প্রথমবার দেখলাম আটটি পা নিয়ে ছাগল জন্মাল। এটা উপর ওয়ালার লীলাখেলা বলেও তিনি জানান।
এদিকে এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন ভোটমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেন মাস্টার। তিনি জানান, ৮ পা নিয়ে একটি ছাগল বাচ্চা প্রসব করেছে বলে শুনেছি। এছাড়াও বাচ্চা ও মা সুস্থ রয়েছেন।