দেশের অন্যতম প্রধান ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান কোয়ালিটি ফিডস লিমিটেড ঘন্টায় ৪ মেট্রিকটন ক্ষমতা সম্পন্ন ২০ তম ফ্লোটিং প্ল্যান্ট উদ্বোধন করেছে।
সম্প্রতি বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার জামুন্নায় কোয়ালিটি ফিডস লিমিটেডের ২য় ফিড মিলে এই প্ল্যান্ট উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোয়ালিটি গ্রুপের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার হোসেন, ফাইন্যান্স ডিরেক্টর এম. বাসির রহমান ও অপারেশন ডিরেক্টর আব্দুর রশিদ।
উদ্বোধনকালে কোয়ালিটি গ্রুপের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার হোসেন বলেন, কোয়ালিটি ফিড সর্বদাই সেক্টরের কাঙ্ক্ষিত উন্নয়নের পাশাপাশি খামারিদের লাভবান করতে আধুনিক প্রযুক্তি ও স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে শতভাগ নিরাপদ ফিড উৎপাদন ও খামারিদের কাছে সরবরাহ করে আসছে, এরই ধারাবাহিকতায় আজ ২০ তম ফ্লোটিং প্ল্যান্ট উদ্বোধন করা হল। কোয়ালিটি ফিড, ফিডের কোয়ালিটির ব্যাপারে কখনই কম্প্রোমাইজ করেনা যা, ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছিলেন মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও. সৈয়দ মাহবুবুর রহমান সহ কোয়ালিটি ফিডের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।