সরিষার বাম্পার ফলন ও দামে খুশি সুনামগঞ্জের কৃষকরা

চলতি বছর সুনামগঞ্জে সরিষা চাষে ব্যাপক সফলতা পেয়েছেন স্থানীয় চাষিরা। সরিষার বাম্পার ফলনের পাশাপাশি বাজারে ভাল দাম পাচ্ছেন তারা। এতে করে প্রতিনিয়ত নতুন নতুন চাষিরা সরিষা চাষে উধ্বুদ্ধ হচ্ছেন বলে জানিয়েছেন চাষিরা। এ বছর

কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর জেলায় ব্যাপক ভাবে সরিষার চাষ হয়েছে। চলতি মৌসুমে প্রায় দেড় হাজার হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে। এছাড়াও ফলন হয়েছে আনুমানিক ৫ হাজার ৪০০ মেট্রিক টন যার বাজার মূল্য ৬৫ কোটি টাকা।

সরিষা চাষি মোস্তাফিজ বলেন, আমি গত দুই বছর যাবত সরিষার চাষ করছি। আগে ধান সহ অন্যান্য ফসলের আবাদ করতাম। কিন্তু ধানের চেয়ে সরিষা চাষে লাভ বেশি পাচ্ছি।  চলতি মৌসুমে সাড়ে ৭ বিঘা জমিতে সরিষা চাষ করে ফলন ভালো হওয়ায় খুশি তিনি।

আরেক চাষি মিল্লাত পাটোয়ারি জানান, প্রতি বছর নতুন নতুন চাষি যুক্ত হচ্ছে। আমিও এবারই প্রথম সরিষা চাষ করেছি। ফলন ভালই হয়েছে। এছাড়াও বাজারে ভাল দামইও আছে। আশাকরি আমি লাভবান হতে পারব।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, সরিষা একটি লাভজনক কৃষি। সরিষার চাষ বাড়াতে মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।