দেশের অন্যতম প্রধান এগ্রোবেজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়ন এনিম্যাল হেলথ প্রোডাক্টস লিমিটেড এর আয়োজনে চট্রগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এর ভেটেরিনারি অনুষদের ১২০ জন ডিভিএম এর অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি চট্রগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন ডিপার্টমেন্টের প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আমির হাসান সৈকত।
অনুষ্ঠানে ইয়নের উৎপাদিত ও বাজারজাতকৃত বিভিন্ন অ্যানিমেল হেলথ প্রোডাক্টস এবং ফার্ম বায়োসিকিউরিটি নিয়ে বিষদ আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইয়ন এনিম্যাল হেলথ প্রোডাক্টস লিঃ এর মার্কেটিং ম্যানেজার সালেহিন মিয়া, মোর্শেদ আলম আরএসএম, প্রোডাক্টস ম্যানেজার মোঃ জনি সহ অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য যে, প্রাণী সেবায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ইয়ন এনিম্যাল হেলথ প্রোডাক্টস এর পক্ষ থেকে চট্টগ্রাম ভেটেনারি অনুষদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।