লাম্পি স্কিন রোগে আক্রান্ত হচ্ছে গরু, বিপাকে খামারিরা

লালমনিরহাট জেলার বিভিন্ন জায়গায় গবাদি পশু বিশেষ করে গরুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) হচ্ছে। এই রোগে আক্রান্ত হচ্ছে গৃহপালিত কিংবা খামারের গরু। এই রোগটিতে আক্রান্ত হলে পশুর চামড়া অনেকটাই অকার্যকর হয়ে যায়। এছাড়াও আক্রান্ত গরু সুস্থ হতে দীর্ঘ সময় লাগে যার ফলে উদ্বিগ্ন খামারিরা।

জানা যায়, এদিকে গত কিছুদিন থেকে এ রোগে আক্রান্ত গরুর সংখ্যা বেড়েই চলেছে। লালমনিরহাটের পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকায় এই রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এমনকি এ পর্যন্ত প্রায় ৫০টি গরু এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। রোগটি মূলত লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস(এলএসডিভি) দ্বারা হয় যা কেপরিপক্স ভাইরাস জেনাসের অন্তর্ভুক্ত। যখন এটি ছাগলে সংক্রমিত হয় তখন তাকে গোট পক্স, ভেড়ার হলে শিপ পক্স আর গরুর হলে লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) নামে অভিহিত করা হয়।

খামারিদের দাবি, দ্রুত রোগটি প্রতিরোধের ব্যবস্থা না নিলে ঝুঁকির মধ্যে পড়বে জেলার প্রাণিসম্পদ খাত।

কয়েকজন প্রাণিসম্পদ বিশেষজ্ঞ জানান, খুব সাধারণ চিকিৎসায় গবাদি পশুর এই রোগ সারানো সম্ভব। সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা এই রোগ থেকে মুক্তি দিতে পারে। লাম্পি স্কিন রোগের লক্ষণ প্রকাশ পেলে দ্রুত রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, এখন পর্যন্ত লালমনিরহাট জেলায় ল্যাম্পি স্কিন এলএসডি রোগে গরু আক্রান্ত হয়েছে সীমিত আকারে। আক্রান্ত গরুকে সঠিকভাবে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। বেশি আক্রান্ত যেন না হয় সে বিষয়ে খামারিদের বিভিন্ন উপদেশ দেওয়া হচ্ছে।