লাদুম প্রজাতির ভেড়া, একটির দাম ৭০ হাজার ডলার

আমাদের দেশে দেশী বিদেশী বিভিন্ন প্রজাতির ভেড়া দেখতে পাওয়া যায়। দেশীয়ভাবে উৎপাদিত এসব ভেড়ার মূল্য সর্বোচ্চ ২০-৩০ হাজার টাকা হবে। কিন্তু, লাদুম প্রজাতির সনকো নামের এক ভেড়া আছে যার ওজন প্রায় ১৮০ কেজি। এই  একটি ভেড়ার দাম ৭০ হাজার ডলারেরও বেশি। এই প্রজাতির ভেড়া উৎপাদন হয় আফ্রিকার দেশ সেনেগালে।

এমনি একটি লাদুম প্রজাতির ভেড়া লালন পালন করে তাক লাগিয়ে দিয়েছেন সে দেশের ২৪ বছর বয়সী মেষপালক শেখ মুস্তাফা শেখ। এই প্রজাতির একেকটি ভেড়া বিলাসবহুল ফেরারি গাড়ির চেয়েও দামি। স্থানীয়ভাবে বেশ চাহিদা ও দাম থাকায় মেষ পালকরা এই প্রজাতির ভেড়া পালন অনেক জনপ্রিয়।

ঝকঝকে সাদা পশম এবং প্যাঁচানো সিংয়ের জন্য লাদুম প্রসিদ্ধ। মর্যাদাপূর্ণ পশু পালনের প্রতীক হিসেবে মূলত এটি লালন-পালন করেন। যদিও এসব ভেড়া কখনই কুরবানি দেয়া হয়না বলে জানান মেষ পালকরা।

সত্তরের দশকে মৌরিতানিয়ান এবং মালিয়ান জাতের সংকরায়নের মাধ্যমে এই ভেড়ার উৎপত্তি হয়। দেখতে সুন্দর, লম্বা, বিশেষ ধরনের মুখের সঙ্গে বাঁকা শিংগুলোর জন্য লাদুম বেশ পরিচিত। প্রায় ৪ ফুট পর্যন্ত এই ভেড়া লম্বা হয়ে থাকে। এই বিশেষ ভেড়ার চাহিদা দিনদিন বেড়েই চলেছে।