ফজলুর রহমান, রংপুর: “যারা যোগায় ক্ষুধায় অন্ন, আমরা আছি তাদের জন্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগাছায় ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রাইস ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে ধানের চারা রোপনের মাধ্যমে সমলয়ে চাষাবাদ এর শুভ উদ্বোধন করা হয়।
বুধবার(২৪ জানুয়ারী) বিকালে উপজেলার চন্ডিপুর গ্রামে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম। তালুক ইশাদ ও পীরগাছা বস্নকে এ প্রণোদনার আওতায় ৫০ একর জমি চাষাবাদ করা হবে। প্রায় ৭৫ জন কৃষক-কৃষাণী এ সুবিধা ভোগ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।
উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর লতিফ এর সুঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ি রংপুর এর উপ-পরিচালক রিয়াজ উদ্দিন, পীরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসের শাহ মোঃ মাহবুবার রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিড়্গণ কর্মকর্তা এনামুল হক, অতিরিক্ত উপ-পরিচালক(উদ্যান) হাবিবুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক(শস্য) আনোয়ার হোসেন, পীরগাছা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, উপ-সহকারি কৃষি কর্মকর্তা অবিনাশ চন্দ্র, কৃষক সাদেকুর রহমান প্রমূখ।