মাশরুম চাষে স্বাবলম্বী অনিল

শখের বশে মাশরুম চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা অনিল মারমা। পরিবারের চাহিদা মিটিয়ে স্থানীয়ভাবে বিক্রিও করছেন তিনি। তার এমন সাফল্যে এলাকার অনেকেই মাশরুম চাষে উদ্বুদ্ধ হচ্ছেন বলে তিনি জানান।

জানা যায়, অনিল মারমা বর্তমানে তিনি এলএলবি সম্পন্ন করেছেন। পাশাপাশি মাশরুম চাষ করছেন। বাংলাদেশের মাগুরা জেলার ড্রিম মাশরুম সেন্টার থেকে মাশরুষ চাষ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করে মাশরুম চাষ শুরু করেন। স্বল্প পরিসরে শুরু করলেও বর্তমানে তিনি বাণিজ্যিকভাবে উৎপাদন করছেন মাশরুম।

অনিল মারমা বলেন, পরীক্ষামূলকভাবে স্বল্প পরিসরে মাশরুম চাষ করলেও গত চার মাসে ৪ শত খড়ের সিলিন্ডার হতে মাশরুম উৎপাদন হয়েছে প্রায় ৩ শত কেজি। ইতোমধ্যে তিনি প্রায় লক্ষাধিক টাকা আয় ও করে ফেলেছেন। পাশাপাশি তিনি যদি সারা বছর ১ হাজার খড়ের সিলিন্ডার তৈরি করে মাশরুম উৎপাদন করতে পারে তাহলে বছরে কমপক্ষে ৪ থেকে ৫ লক্ষ টাকা আয় করা সম্ভব হবে।

কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান আহামেদ জানান, বর্তমানে দেশে বিদেশে মাশরুম চাষ দিনদিন অনেক জনপ্রিয় হচ্ছে। মাশরুমের ব্যাপক চাহিদা রয়েছে । নতুন চাষিদের কৃষি বিভাগ থেকে বিভিন্ন পরামর্শ মূলক সেবা প্রদান করা হচ্ছে।