সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১০ টাকা বেড়ে ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি ডজন বাদামি ডিম ১৩০ ও সাদা ডিম ১১৫ টাকায় পাওয়া যাচ্ছে। শীতকালীন সবজির উৎপাদন বেড়ে যাওয়ায় সব ধরনের সবজির দাম কমেছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর নাখালপাড়া, কাওরান বাজার, মহাখালী, মিরপুরের ১১ নম্বর বাজার, সাভারের উলাইল, গেন্ডা, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।
বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের ব্রয়লার মুরগি ১৭০ টাকা কেজি বিক্রি করেছি। চলতি সপ্তাহে ব্রয়লারের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। শুধু ব্রয়লার নয় সোনালি, সোনালি হাইব্রিড ও লেয়ার মুরগিরও বাজার চড়া। সোনালি ২৯০ টাকা, সোনালি হাইব্রিড ২৮০ টাকা, দেশি মুরগি ৫০০ থেকে ৫২০ টাকা কেজি, লেয়ার ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।