ব্রয়লার মুরগির দাম কমলেও বেড়েছে সবরকম সবজির দাম। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে আরও কমেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। গত সপ্তাহে কেজিপ্রতি ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৫৫-১৬০ টাকায় । এছাড়াও সোনালি মুরগিও এক মাসে ১০০ টাকার চেয়ে বেশি কমে নেমেছে ৩০০ থেকে ৩১০ টাকা।
রাজধানীর নাখালপাড়া, কাওরান বাজার, মহাখালী, মিরপুরের ১১ নম্বর বাজার, সাভারের উলাইল, গেন্ডা, মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।
বাজারে এক কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা। শেষ এক সপ্তাহে কেজিপ্রতি দাম ২০ টাকা পর্যন্ত বেড়েছে। প্রতিকেজি গোল বেগুন বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা। কাঁচা মরিচের দাম একটু কমে এখন বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকা। লম্বা বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা, টমেটো ৬০-৭০ টাকা, করলা ৮০-৯০ টাকা, চিচিঙ্গা ৭০-৮০ টাকা, ঢেঁড়স ৪০-৫০ টাকা মান ও সাইজভেদে লাউ ৬০-৭০ টাকা, শসা ৫০-৬০, মিষ্টি কুমড়ার কেজি ৫০ থেকে ৬০ টাকা, জালি ৫০-৬০ টাকা, পেঁপে ৭০-৮০ টাকা, কাঁচা কলার ডজন ১২০ টাকা