আসন্ন রমজান মাস আসার আগেই আবারও বেড়েছে পেঁয়াজের দাম। রাজধানী সহ দেশের প্রায় সর্বত্রই চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। দেশের বাজারে গত দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় ২৫ থেকে ৩৫ টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম। এতে করে চরম অস্বস্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।
বর্তমানে ছোট সাইজের প্রতিকেজি পাবনার পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে যা গত দুই সপ্তাহ আগেও ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হয়েছে। এছাড়াও বড় আকারের পেঁয়াজ ১৩০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত দুই সপ্তাহ আগেও ছিল যথাক্রমে ৯০ থেকে ১০০ টাকা।
ভরা মৌসুমেও পেঁয়াজের দাম অস্বাভাবিক ভাবে বাড়ায় হতাশা প্রকাশ করেছেন একাধিক ক্রেতা। তবে পেঁয়াজের আবার দাম বাড়ার কারণ জানতে চাইলে বাজারে পেঁয়াজের সংকট ও ঘাটতির কথা জানান বিক্রেতারা।
নূরুল ইসলাম নামে কারওয়ান বাজারের এক বিক্রেতা বলেন, গত কয়েকদিন কৃষকরা মাঠ থেকে পেঁয়াজ কম তুলছেন। যার কারণে বাজারে পেঁয়াজের কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। প্রয়োজনীয় চাহিদা পূরণ না হওয়ায় দাম বাড়ছে।