কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু, বাকৃবি: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা’র পাঁচ দিন ব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার তৃতীয় দিন বৃহস্পতিবার (২৭ জুন ২০২৪) ৩টি বৈজ্ঞানিক সেশন অনুষ্ঠিত।
সেশন ৩টি সভাপতিত্ব করেছেন পৃথকভাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.আরিফ হাসান খান রবিন,অধ্যাপক ড. আব্দুল মোমেন মিয়া এবং বিনার পরিচালক ড.শরিফুল হক ভূঞা। বিনার বিভিন্ন গবেষণা নিজ বিভাগের বিজ্ঞানীরা তাদের আগামী পরিকল্পনা বিভিন্ন সেশনে পাউয়ার পয়েন্টের উপস্থাপনার মাধ্যমে বিশেষজ্ঞদের সামনে তুলে ধরেন ।
গত মঙ্গলবার ২৫ জুন বিনা’র সম্মেলন কক্ষে বার্ষিক গবেষণা পর্যালোচনার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বিনা’র মহাপরিচালক ড.আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয় গবেষণা শাখা এর যুগ্ম সচিব রেহানা ইয়াছমিন। বিশেষ অতিথি ছিলেন উপসচিব ও সম্প্রসাণ-৩ কৃষি মন্ত্রনালয় দেবীচন্দ, ময়মনসিংহ অঞ্চল ডিএই এর অতিরিক্ত পরিচালক আবু মোঃএনায়েত উল্লা,পরিচালক (প্রশিক্ষক ও পরিকল্পনা)বিনা ড.শরিফুল হক ভূইয়া প্রমুখ।সিএসও (গবেষণা সমন্বয়কারী),ডক্টর মোঃ সিদ্দিকুর রহমান বিনা-এর ২০২৩-২৪ সালের গরেষণার অগ্রগতির সংক্ষিপ্ত সারসংক্ষেপ উপস্থাপনা করেন।
ক্রপ ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ড.মঞ্জুরুল আলম উদ্বোধনী অনুষ্ঠানে মন্ডল স্বাগত বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে বিনার প্রতিটি সাবস্টেশনে সঠিকভাবে দায়িত্ব পলানের জন্য বিনার গবেষকদের পরামর্শ প্রদান করেন।বিনার বিজ্ঞানীরা কৃষি ক্ষেত্রে ব্যাপক অবদান রাখায় ভূয়সী প্রশংসা করেন ।
বিনা’র বিজ্ঞানীরা আগামী এক বছরে যেসমস্ত গবেষণা কার্যক্রম বাস্তবায়ন করবে সেই সমস্ত গবেষণা কার্য্যক্রমের পরিকল্পনা সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞদের সামনে উপস্থাপন করবেন । আগামী ২দিন বিজ্ঞানীরা বিশেষজ্ঞগনের উপস্থিততে গবেষণা পরিকল্পনা চূলচেরা বিশ্লেষণ করে তাদের মতামত প্রদন করবেন । বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে বিনার আগামী এক বৎসরের কর্ম পরিকল্পনা ঠিক করা হবে। বিভিন্ন বিভাগের উপস্থাপনার সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সিনিয়র বিজ্ঞানীরা উপস্থিত থাকবেন ও তাদের মতামত পেশ করবেন।
৫দিন ব্যাপী বার্ষিক গবেষণা পরিকল্পনার মূল্যায়নে ১৫০ জন বিজ্ঞানী বিভিন্ন সেশনে উপস্থিত ছিলেন যাদের মধ্যে কমপক্ষে ২৫ জন বিশেষজ্ঞ বিজ্ঞানী শিক্ষক এক্সপার্ট হিসাবে রয়েছেন। ২৯ জুলাই ৩টি কারিগরি সেশন এবং আগামী ০১ জুলাই ২০২৪ সোমবার ২টি কারিগরি সেশনসহ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালাটি সমাপ্ত হবে ।