বাংলাদেশ একুয়া প্রোডাক্টস কোম্পানিজ এসোসিয়েশন (বাপকা) এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
২ মার্চ ২০২৪, রাজধানীর খামারাবড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ একুয়া প্রোডাক্টস কোম্পানিজ এসোসিয়েশন (বাপকা) এর অভিষেক অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান। বিশেষ অতিথি হিয়াবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি, কক্সবাজার-২, ডা. মো. নজরুল ইসলাম এমপি, ময়মনসিংহ-্৫, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রেয়াজুল হক।
প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাত উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের খুবই সীমিত সম্পদ রয়েছে। এটি যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে আমাদের কোন সমস্যা থাকবে না।
তিনি আরও বলেন, আমাদের বিশাল সমুদ্র সীমা রয়েছে। যেখানে সুনীল অর্থনীতির সম্ভাবনা বিকাশে সামুদ্রিক মাছের মজুত নিরুপণসহ বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যার মাধ্যমে দেশের মানুষের সামগ্রিক আমিষের চাহিদা পুরণ করতে সক্ষম হব। পাশাপাশি সমুদ্র থেকে আহরিত মাছ বিদেশে রপ্তানি করার মাধ্যমে ব্যাপক সুযোগ সৃষ্টি করেছে।
উক্ত অনুষ্ঠানে বাপকার সকল পর্যায়ের সদস্যবৃন্দ, সেক্টর সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি স্টেকহোল্ডারবৃন্দের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।